১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


রুয়েটে ব্যাংক ডাকাতির চেষ্টা

- সংগৃহীত

রূপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ব্যাংকের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আহত নিরাপত্তারক্ষীর নাম লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপালী ব্যাংক রুয়েট শাখার ব্যবস্থাপক সোয়াইবুর রহমান জানান, মুখোশ পরা দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকের প্রধান ফটকের তালা ভেঙে ফেলে। পরে নিরাপত্তারক্ষীকে গলাকেটে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা ব্যাংকের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন ডাকাত মুখোশ পরে ব্যাংকের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর ডাকাত তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গার্ড রুমে গিয়ে লিটনকে জবাই করার চেষ্টা করে। পরে ব্যাংকের সকল সিসি টিভি ক্যামেরা ডিসকানেক্ট করে দেয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে ফেলে। এ সময় বাধা দিলে তারা নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায় তারা। কিন্তু ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়।

মতিহার থানার ওসি শাহাদাত হোসেন খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা অর্থ লুট করতে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার পর আহত নিরাপত্তারক্ষী লিটন ব্যাংকের ম্যানেজারকে ফোন দেন। ম্যানেজার পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রুহুল কুদ্দুস বলেন, ব্যাংকে ডাকাতির জন্যই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছিল। তারা ভল্ট ভাঙার চেষ্টা করে। কিন্তু পারেনি। পরে তারা পালিয়ে যায়। ব্যাংকের আর্থিক ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনা খতিয়ে দেখতে পুলিশের বিভিন্ন বিভাগ তদন্তে নেমেছে।


আরো সংবাদ



premium cement
সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন গাজার উদ্দেশে সাহায্যের চালান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে কিছু দেশ কেন নিজেদের মুদ্রার দাম কমিয়ে রাখতে চায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রোধ করতে বেলারুশের সাথে সীমান্তে পোল্যান্ডের কড়াকড়ি আরোপ রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ ভারতীয় শ্রমিকরা ইসরাইলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দীশালা নির্মাণ করছে! বরের বয়স ১০০, কণের ৯৬! সিনেমার গল্পকেও হার মানানো প্রেমকাহিনী কোহলির দুরন্ত ইনিংস, পাঞ্জাবকে হেলায় হারাল বেঙ্গালুরু আত্মসম্মানে আঘাত, অধিনায়কত্ব ছাড়ছেন রাহুল! দেড় বছর পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন

সকল