০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সচেতনতামূলক কর্মসূচি বাড়াতে হবে

-

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দ্রুত নগরীতে ছড়িয়ে পড়ছে এই রোগ। গড়ে প্রতিদিন অর্ধশত লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত হাজার ১৮৩ জন। মারা গেছেন ১৭ জন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি মাসের ১১ দিনে ৯২৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৫ জন। গেল মাসে গড়ে প্রতিদিন ১০০ জনের ওপরে আক্রান্ত হয়েছেন। সম্ভবত রাজধানীতে এই রোগে আক্রান্ত হয়ে বেশি লোক এখন হাসপাতালে ভর্তি আছেন।
ডেঙ্গুর বিপজ্জনক দিকটি হচ্ছে, শিশুরাও ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। খবরে বলা হয়েছে, শিশু হাসপাতালে গত মাস পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগে আক্রান্তের রেকর্ড অতিক্রম করেছে এবার। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম ডেঙ্গু রোগীদের তথ্য সংগ্রহ করে থাকে। তাতে দেখা গেছে, চলতি মওসুমে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। প্রতি মাসে এ সংখ্যা বেড়েই যাচ্ছে। কন্ট্রোল রুমে ঢাকার হাসপাতাল বা সব প্রাইভেট চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর তথ্য আসে না, সারা দেশ থেকে শুধু ২২ থেকে ২৩টি হাসপাতাল যে তথ্য পাঠায় তা-ই সংরক্ষণ করা হয়। ফলে বেসরকারি পর্যায় থেকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাস্তবে আরো অনেক বেশি।
ডেঙ্গু জ্বরের প্রকোপ এখন নতুন করে শুরু হয়েছে এমন নয়। বেশ কয়েক বছর ধরে এ রোগের বিস্তার হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন সময় সচেতনতামূলক কর্মসূচিও নেয়া হয়েছে, কিন্তু তা খুব কার্যকর হয়নি বলে মনে হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর কারণ খুঁজতে গিয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জরিপ চালিয়ে দেখতে পেয়েছে, উত্তরে ৬৬ শতাংশ এলাকার ৯৮ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননবান্ধব পরিবেশ রয়েছে। এসব বাসাবাড়িতে এডিস মশার ঘাঁটি অর্থাৎ প্রজননস্তরের লার্ভাÑ পিউপা পাওয়া গেছে। এ ক্ষেত্রে নির্মাণাধীন বাড়ির ছাদ, পানির ট্যাংক, পরিত্যক্ত পরিবহন, টায়ার, প্লাস্টিক ড্রাম, বালতি, মগ, ফুলের টব, রঙের কৌটা ইত্যাদি কারণে এডিস মশার বংশ বিস্তার বেশি দেখা যায়।
ডেঙ্গু রোগের প্রকোপ কমানোর ক্ষেত্রে জনসচেতনতামূলক কর্মসূচির কোনো বিকল্প নেই। আমরা মনে করি, সরকারি পর্যায় থেকে এ ব্যাপারে বিশেষ নজর দেয়া প্রয়োজন; যাতে রোগটি আরো মহামারী আকারে ছড়িয়ে না পড়ে।

 


আরো সংবাদ



premium cement
রেড ক্রিসেন্টে অ্যাডমিন অফিসার পদে চাকরির সুযোগ বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গাজীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২ মুন্সিগঞ্জে কাভার্ডভ্যানচাপায় এক পরিবারের ৩ জন নিহত আড়াইহাজারে মুরগি রান্নাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ চীন কিভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে হবিগঞ্জে এপেক্স শো-রুমে আগুন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা পশ্চিমি রাষ্ট্রগুলো সরাসরি সম্পৃক্ত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর করতে পারে চলমান তাপপ্রবাহের শেষ দিন আজ! ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিলো দুটি মার্কিন বিশ্ববিদ্যালয়

সকল