০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শুক্রবার বাজারে সব কিছুই বিক্রি হচ্ছে চড়া দামে

শুক্রবার বাজারে সব কিছুই বিক্রি হচ্ছে চড়া দামে - সংগৃহীত

সপ্তাহের প্রতিদিন বাজার বসলেও শহর এলাকায় শুক্রবারের আয়োজনটা থাকে ভিন্ন। কর্মজীবীদের অধিকাংশের ছুটি থাকায় এদিন বাজারে লোক সমাগমও হয় বেশি। আর এটাকে সুযোগ হিসেবে ধরে নিয়ে নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুতেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর একটি বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা। শীতকালীন সবজির দামও অনেক বেশি। অথচ সব কিছুরই মজুদ পর্যাপ্ত রয়েছে।

পাইকারি বাজারে ৫০ কেজি ওজনের পাইজার ১৬শ টাকা, বেতি ১ হাজার ৭৫০ টাকা, সিদ্ধ জিরাশাইল ২৩শ টাকা, দেশি কাটারী ২ হাজার ৪৫০ টাকা, নুরজাহান ১ হাজার ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৫ কেজি ওজনের প্রতি বস্তা মিনিকেট আতপ ৯২০ টাকা, নাজিরশাইল ১ হাজার ২৫০ টাকা, নতুন চাল ১ হাজার ২০ টাকা, কাটারি সিদ্ধ ১ হাজার ৩শ টাকা, নতুন কাটারী ১ হাজার ২০ টাকা, নুরজাহান সিদ্ধ চাল বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ টাকায়। ট্রাক সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি ও বিরূপ আবহাওয়ার অজুহাতে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বাড়িয়েছেন ব্যবাসায়ীরা।

খুচরা বাজারে চিনিগুড়া চাল প্রতিকেজি ৯৫-১শ টাকা, গোবিন্দভোগ ৮০ টাকা, দেশি নাজিরশাইল ৬০ টাকা, ইন্ডিয়ান নাজিরশাইল ৬৫ টাকা, পাইজার ৪৫ টাকা, জিরাশাইল ৪৮ টাকা, নুরজাহান সিদ্ধ ৩৭ টাকা, বালাম সিদ্ধ ২৫ টাকা, ১ নম্বর কাটারি ৬৫ টাকা, দেশি মিনিকেট ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারও চড়া।এদিকে কাঁচাবাজারে শীতকালীন প্রচুর সবজি এলেও দাম কমছে না। প্রতিকেজি ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, শিম ৭০ টাকা, মূলা ৪০-৫০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০-৬০ টাকায়, আলু ২৫ টাকা, তিতকরলা ৬০-৭০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শসা ৪০-৫০ টাকা, লতি ৬০ টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে অপরিবর্তিত আছে মাছ-মাংসের দাম। ব্রয়লার মুরগি ১১০-১২০ টাকা, লেয়ার মুরগি ২৩০- ২৪০ টাকা, সোনালী মুরগি ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাড়ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৬শ-৭শ টাকা, হাড়সহ ৫৫০ টাকা, ছাগলের মাংস ৭শ-৭৫০ টাকা।

মাছের মধ্যে পুকুরের চিংড়ি ৪শ টাকা, চাষের চিংড়ি ৪৫০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, লইট্যা ৮০-১শ টাকা, রূপচাঁদা ৬শ টাকা, কৈ ৩শ টাকা, কাতাল ৩৩০ টাকা, লাল কোরাল ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে। আছে ডিমওয়ালা ইলিশও।


আরো সংবাদ



premium cement
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সকল