১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


শুক্রবার বাজারে সব কিছুই বিক্রি হচ্ছে চড়া দামে

শুক্রবার বাজারে সব কিছুই বিক্রি হচ্ছে চড়া দামে - সংগৃহীত

সপ্তাহের প্রতিদিন বাজার বসলেও শহর এলাকায় শুক্রবারের আয়োজনটা থাকে ভিন্ন। কর্মজীবীদের অধিকাংশের ছুটি থাকায় এদিন বাজারে লোক সমাগমও হয় বেশি। আর এটাকে সুযোগ হিসেবে ধরে নিয়ে নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুতেই দাম বাড়িয়ে দেন বিক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর একটি বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ৮ টাকা। শীতকালীন সবজির দামও অনেক বেশি। অথচ সব কিছুরই মজুদ পর্যাপ্ত রয়েছে।

পাইকারি বাজারে ৫০ কেজি ওজনের পাইজার ১৬শ টাকা, বেতি ১ হাজার ৭৫০ টাকা, সিদ্ধ জিরাশাইল ২৩শ টাকা, দেশি কাটারী ২ হাজার ৪৫০ টাকা, নুরজাহান ১ হাজার ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৫ কেজি ওজনের প্রতি বস্তা মিনিকেট আতপ ৯২০ টাকা, নাজিরশাইল ১ হাজার ২৫০ টাকা, নতুন চাল ১ হাজার ২০ টাকা, কাটারি সিদ্ধ ১ হাজার ৩শ টাকা, নতুন কাটারী ১ হাজার ২০ টাকা, নুরজাহান সিদ্ধ চাল বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ টাকায়। ট্রাক সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি ও বিরূপ আবহাওয়ার অজুহাতে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বাড়িয়েছেন ব্যবাসায়ীরা।

খুচরা বাজারে চিনিগুড়া চাল প্রতিকেজি ৯৫-১শ টাকা, গোবিন্দভোগ ৮০ টাকা, দেশি নাজিরশাইল ৬০ টাকা, ইন্ডিয়ান নাজিরশাইল ৬৫ টাকা, পাইজার ৪৫ টাকা, জিরাশাইল ৪৮ টাকা, নুরজাহান সিদ্ধ ৩৭ টাকা, বালাম সিদ্ধ ২৫ টাকা, ১ নম্বর কাটারি ৬৫ টাকা, দেশি মিনিকেট ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারও চড়া।এদিকে কাঁচাবাজারে শীতকালীন প্রচুর সবজি এলেও দাম কমছে না। প্রতিকেজি ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, শিম ৭০ টাকা, মূলা ৪০-৫০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০-৬০ টাকায়, আলু ২৫ টাকা, তিতকরলা ৬০-৭০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শসা ৪০-৫০ টাকা, লতি ৬০ টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে অপরিবর্তিত আছে মাছ-মাংসের দাম। ব্রয়লার মুরগি ১১০-১২০ টাকা, লেয়ার মুরগি ২৩০- ২৪০ টাকা, সোনালী মুরগি ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাড়ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৬শ-৭শ টাকা, হাড়সহ ৫৫০ টাকা, ছাগলের মাংস ৭শ-৭৫০ টাকা।

মাছের মধ্যে পুকুরের চিংড়ি ৪শ টাকা, চাষের চিংড়ি ৪৫০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, লইট্যা ৮০-১শ টাকা, রূপচাঁদা ৬শ টাকা, কৈ ৩শ টাকা, কাতাল ৩৩০ টাকা, লাল কোরাল ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে। আছে ডিমওয়ালা ইলিশও।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল