০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ডেঙ্গু : আরো একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৫

- ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৩২ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৬৫ জন ঢাকার মধ্যে এবং ৬৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১৮৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৯৩ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২ হাজার ২৩৯ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১ হাজার ৯১৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩২০ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল