০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

-

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৩৫৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ২৮৫ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার অধিদফতর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু এবং ৮৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৬৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement