২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আসামের ৫৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়

আসামের ৫৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়। - ছবি : ইউএনবি

ভারতের আসাম রাজ্য থেকে ৩৫ জন বিধায়কসহ ৫৫ সদস্যের একটি প্রতিনিধিদল সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।

শনিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি রাজধানীর একটি হোটেলে প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রতিনিধি দলের সদস্যরা এদিন বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাষে দেখা করবেন।

২০২১ সালের ২১ মে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

রোববার তারা বাংলাদেশ সংসদ সচিবালয় পরিদর্শন করবেন এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে দেখা করবেন।

স্পিকার পুরো প্রতিনিধি দলের জন্য দুপুরের খাবারে আয়োজন করবেন।

বিকেলে তারা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে তার বাসায় দেখা করেন।

প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স পরিদর্শন করবেন।

প্রতিনিধি দলের সদস্যদের ২২ নভেম্বর আসামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement