২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
আরিফ মঈনুদ্দীন

অপেক্ষার শালীন প্রহর

-

সীমাহীন সুন্দরে তলিয়ে যাওয়ার আগেই উঠে আসি
দশদিক আলো করে কে যেন দাঁড়িয়ে আছে
ডুবুরির আনন্দবার্তায় মুখরিত জমিনের মানুষেরা
লুফে নিচ্ছে যার যার ভাগ
কিছু নাদানের এমন এক স্বভাব- নিজের ভাগের নিকুচি করে অন্যতে
ঢেলে দিচ্ছে অযুত প্রহর
পরশ্রীকাতরতায় এ কেবল সময়ের অপচয়

অপ্সরার কোমল হাতের পরশ বড় আরাধ্য
অথচ সে পেল কি না যেনতেন কাকে,
রূপসী বলার অবকাশ মাঠে মারা পড়েছে বলেই যত হাপিত্যেশ
আমি বলি কে তুমি স্বপ্নের চাষি বপন করেছ বীজ
স্বপ্ন থেকে গাছ হবে তারপর ডালপালা।
যতটুকু এসেছেন তিনি এনেছেন আরেক বিস্ময়
সবকিছু ভাসমান নয়, গোপনেও আছে আরো কিছু- আরেক জগৎ

হাতের মুঠোয় ভবিষ্যৎ চেপে রেখে বলছেন কথা-
মাঝে মাঝে হারানো অতীত ফিরে আসে অগোচরে
যা কিছু বহন করে নিয়ে আসে তা-ই তো হয় সম্বল
সুন্দরের মোহে তলিয়ে যাওয়া মানেই হারিয়ে যাওয়া,
শুধু হারিয়ে যাওয়া নয়- নিশ্চিহ্ন রাজার প্রাসাদের পোড়া মাটি
বিজিতের ব্যথার ক্রন্দন
অগত্যা স্মৃতির সংক্রমণে আবারও হিসেব কষি-
কতদিনে বীজ থেকে ফল হবে, কতদিনে সজীব বাগান।


আরো সংবাদ



premium cement