১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


নাসরীন জামান

ফাগুন এলো ফিরে

-

নন্দিনী, কথা ছিলো নীল শাড়িটা পরবে আজ
প্রতীক্ষার অস্থির সময়গুলো পার করে
বাসন্তীরঙা ওড়নার আঁচল দুলিয়ে তুমি এলে,
আমিও আজ হাতে রাখিনি কোনো কাজ। চলো-
ঘুরে আসি কাঁটাবন, ক্লাস ফাঁকি দিয়েছি যখন,
এরপর টিএসসিতে দাঁড়িয়ে ফুসকা খাবো দু’জনই।

আজকের বাতাসটা কতোটাই বেহায়া দেখো,
কাছে এসে উড়িয়ে নিলো তোমার ওড়নাটাকে,
আমাকে লজ্জা পাইয়ে দিলো ভীষণ।
ঐযে, ঐ আমের মুকুলের উঁচু শাখায় বসে
একটা কোকিল কাকে যেন ডাকছে উদাস সুরে।
এই, তোমাকে নয় তো? যাবে কি ওর ডাকে?
তুমিও তো উড়ুউড়ু ভীষণ এখন,
আমিও কি কোথাও হারাচ্ছি আমার মন?

দেখো দেখো, চারদিকে তাকাও চোখ তুলে,
কেমন উৎসব উৎসব রব আজ চারপাশ জুড়ে।
শিমুল ফুটেছে, পলাশ ফুটেছে, বনতল লালে লাল,
আমারও যে কী হলো? কোথায় কী হারালাম?
ভালোলাগে না যে কিছুই আজকাল।
নন্দিনী, তুমিও কি কিছুই বুঝেও বোঝোনি?

ঐ হলুদ গাঁদারাও ডাকছে কাকে তার নীড়ে,
তবে কি আবার বছর ঘুরে ফাগুন এলো ফিরে।


আরো সংবাদ



premium cement