২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


সায়ীদ আবুবকর

বৃষ্টির প্রার্থনা

-

পুড়ছে শহর-গ্রাম, খালবিল, বন-বনাঞ্চল;
জমিন চৌচির ফেটে, মাঠঘাট আগুনের চুলো;
কড়াইয়ে তেল ঢেলে কেউ যেন ভাজছে ফসল,
নির্জীব বনের প্রাণী, মুমূর্ষু গানের পাখিগুলো।

বৃক্ষের শিকড়গুলো পাতালে পায় না খুঁজে পানি,
সমগ্র পৃথিবী যেন হয়ে গেছে কারবালা ফের;
মাছেরা মৃত্যুর ভয়ে কাদার ভিতরে ঢোকে জানি
জপছে তোমার নাম, হে মহান স্রষ্টা আমাদের!

মেঘ দাও, বৃষ্টি দাও, দাউদাউ নেভাও আগুন,
ভেজাও তুলোর মতো পৃথিবীর ভিতর-বাহির;
মানুষের হাত যদি করে থাকে প্রকৃতিকে খুন,
পায় না সে-শাস্তি যেন পশু-পাখি-বৃক্ষ পৃথিবীর।

বৃষ্টি নয় বিলাসিতা, আমাদের তৃষ্ণার পানীয়;
অফুরন্ত বৃষ্টি চাই, শ্বাস-প্রশ্বাসের মতো প্রিয়।


আরো সংবাদ



premium cement

সকল