১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেন যুদ্ধের সমাধানে চীনের ‘প্রকৃত ইচ্ছা’কে স্বাগত জানালেন পুতিন

ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। - সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাৎকারে ইউক্রেন সঙ্কট সমাধানে সহায়তা করার জন্য বেইজিংয়ের ‘প্রকৃত ইচ্ছার’ প্রশংসা করেছেন।

পুতিনের দু’দিনের চীন সফরের প্রাক্কালে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। পুতিন তার ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সাথে দেখা করতে বৃহস্পতিবার বেইজিং পৌঁছেছেন।

ইউক্রেন যুদ্ধে বিজয়ী হতে এবং বিচ্ছিন্ন অর্থনীতিকে সচল রাখতে চীনের বৃহত্তর সমর্থন পেতে চাইছেন পুতিন। একটি বাণিজ্য ও বিনিয়োগ প্রদর্শনীর জন্য এই সফরে তিনি উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনেও যাবেন। মার্চের পুনঃনির্বাচিত হওয়ার পরে পুতিনের এটি প্রথম বিদেশ সফর। মাত্র ছয় মাসের মধ্যে এটি তার দ্বিতীয় চীনে সফর।

মস্কোয় বার্তাসংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্কট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির প্রশংসা করি।’

সঙ্কটের একটি রাজনৈতিক নিষ্পত্তিতে পৌঁছানোর জন্য ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত চীনের ১২ দফা প্রস্তাবের প্রসঙ্গ উল্লেখ করে পুতিন বলেন, ‘বেইজিং এর মূল কারণ এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে ভালোভাবে সচেতন।’

পুতিন বলেন, ‘নথিতে থাকা ধারণা ও প্রস্তাবগুলো পরিস্থিতি স্থিতিশীল করতে আমাদের চীনা বন্ধুদের প্রকৃত ইচ্ছা পোষণ করে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণাঙ্গ সামরিক হামলা শুরু করার পরে বেইজিং এবং মস্কো একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের মিত্রদের অবরোধ আরোপ করার পর থেকে মস্কো চীনকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণপ্রবাহ হিসেবে দেখছে। চীন ইতোমধ্যে সস্তায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে উপকৃত হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত

সকল