২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বসাহিত্যের টুকিটাকি

লরেন অয়লার প্রবন্ধের বই

-

বি্বিব্যাপী ক্রাইম নভেলের জয়জয়কার এখন। তার মধ্যে বইয়ের জগতে এখন চলছে নন-ফিকশন কিছু বইয়ের জোয়ার। মোটিভেশনাল, ইতিহাসমূলক, বিভিন্ন বিষয়ভিত্তিক বইয়ের নাম করা যায়। পিউর এসে বা প্রবন্ধের বইও হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার লিস্টেও তার প্রকাশ ঘটতে দেখা যায়। আমেরিকান লেখিকা লরেন অয়লারের একটি প্রবন্ধ সঙ্কলনের সাফল্য সে কথাই বলছে। ২০২১ সালে লরেনের প্রথম উপন্যাস ফেক অ্যাকাউন্টস প্রকাশিত হওয়ার পর বেশ আলোচিত হয়। এটি একটি ভিন্ন মাত্রার উপন্যাস। মনে হবে প্লটবিহীন বিবরণ। একজন যুবতী সম্পর্কে কাহিনীবস্তু এগিয়েছে এই উপন্যাসে। সেখান থেকে বের হয়ে লরেন লিখেন ‘নো জাজমেন্ট’ নামে প্রবন্ধ সঙ্কলন। সমাজ ভাবনা থেকে তার এ বিষয় পরিবর্তন। লরেন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সমালোচক হিসেবে সর্বাধিক পরিচিত, যার কাজ নিউইয়র্কারে প্রকাশিত হয়েছে। নো জাজমেন্ট বইয়ে ছয়টি প্রবন্ধ রয়েছে। একটির বিষয় ভালনারেবল বা দুর্বলতা। অন্যগুলো বিভিন্ন বিষয়ে লেখা। এসব লরেনের প্রবন্ধে সমাজ ভাবনা উঠে এসেছে। এই প্রবন্ধ সঙ্কলনটি গুরুগম্ভীর উপশিরোনামগুলোর সাথে মানিয়ে গেছে। লরেন অয়লারের নো জাজমেন্ট প্রকাশিত হয়েছে প্রকাশনা সংস্থা ভিরাগো থেকে। লরেনের জন্ম আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ায় আর গ্র্যাজুয়েশন করেছেন ইয়েল বিশ্বিবিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে। তিনি বর্তমানে জার্মানির বার্লিনে বসবাস করেন। সেখানেই তিনি একজন ফ্রিল্যান্স কপি এডিটর হিসেবে কাজ করছেন।

 


আরো সংবাদ



premium cement