২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সেনেগালের কবি

লিওপোল্ড সেডার সেংঘোরের কবিতা

-

লিওপোল্ড সেডার সেংঘোর সেনেগালের একজন বিখ্যাত কবি। তার বিশেষ পরিচিতি সেনেগালের প্রেসিডেন্ট হিসেবে। ১৯৬০-১৯৮১ সাল পর্যন্ত তিনি সেনেগালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এই পরিচয়কে ছাপিয়ে তিনি ছিলেন আফ্রিকার সেরা কবিদের মধ্যে একজন।
স্কুলের সমাপনী পরীক্ষায় বিশেষ কৃতিত্ব রাখার স্বীকৃতিস্বরূপ তিনি উচ্চতর বৃত্তি লাভ করেন এবং পড়াশোনো করার জন্য ফ্রান্সে যান। প্রথম আফ্রিকান হিসেবে তিনি ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেন। এগ্রিগেসন ডেল ইউনিভার্সাইট পরীক্ষা শেষ করার পর তিনি লাইসি এবং ইউনিভার্সিটি এই দুই পর্যায়ে শিক্ষা লাভের সুযোগ পান। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে ‘স্যাডো সংস’ ১৯৪৫, ‘ব্লাক হটস’ ১৯৪৬, ‘সংস ফর নেইট’ ১৯৪৯, ‘নক টানস’ ১৯৬১ এবং ‘লেটার্স ইন দ্য সিজন অব হাইভারনেস’ বিশেষভাবে উল্লেøখযোগ্য।
তিনি নিজেকে আফ্রিকা থেকে আগত ফ্রেন্স ভাষা ও শিল্পের প্রথম দক্ষ কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর এ কারণে তিনি ‘আকাডেমি ফ্রান্সসিয়েজ’ সদস্য পদ লাভ করেন। তিনি মহাদেশীয় ও ফ্রেন্স ঔপনিবেশিকদের মধ্যে একটি সেতুবন্ধ রচনা করেন। ফ্রান্সের বুদ্ধিজীবিদের জন্য সবচেয়ে লোভনীয় সংগঠনের নাম ‘আকাডেমি’-এই সংস্থার সদস্যারাই মূলত অভিধানে নতুন নতুন শব্দ সংযোজন ও ব্যবহারের জন্যই নিয়োজিত থাকেন। ২০০১ সালের ২০ ডিসেম্বর সেংঘোর ফ্রান্সে মৃত্যুবরণ করেন।

ভালোবাসা

তোমার কথা ভাবতে থাকি
যখন আমি হাঁটি
তোমার কথা ভাবতে থাকি
যখন সাঁতার কাটি।
বসে এবং দাঁড়িয়ে থেকেও
তোমার কথা ভাবতে থাকি
সকাল কিংবা গভীর রাতেও
আমি তোমার ছবি আঁকি।

সন্ধ্যা বেলায় তোমার কথা
ভেবে ভেবে কাঁদতে থাকি
আবার আমার হাসির ভেতর
তোমার ছবিই ভাবতে থাকি।

নিজের সাথে নিজে যখন কথা বলি
কিংবা যখন চুপি চুপি পথে চলি
আনন্দ বা কান্না চাপা হৃদয় নিয়ে
সে সময়য়েও তুমি আমার ভাবনাজুড়ে
ওগো আমার প্রিয়তমা নীলাঞ্জনা
ভাবনা এক নির্ভাবনায় সব সময়-
আমার সকল ভাবনাগুলো তোমায় নিয়েই।


কৃষ্ণবর্ণ মহিলা

নগ্ন নারী কৃষ্ণবর্ণ নারী
পাকা ফলের সাথে সুস্বাদু মাংস
কালো মদের সাথে উন্মাতাল আনন্দ
সেই মুখ যে মুখ আমার ঠোঁটে সুর তোলে
স্বচ্ছ হরিজনদের সাভানা

সাভানার শিহরণ জাগানো প্রণয় স্পর্শ
পুবাল হাওয়া ভাস্কর্য খচিত মাদল
ড্রামের বিস্মৃত চামড়ার ড্রাম
কেঁদে ফেরে বিনেতার হাতের তালুতে
তোমার মিহি সুর
প্রিয়তমার কণ্ঠের আধ্যাত্মিক গান।


আরো সংবাদ



premium cement