০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


আবির সাকিব

নিটোল নিয়ম

-

কখনো কখনো নদী ভাঙনের মতো
মনটাও নৈঃশব্দে ভাঙে আর
আগুনের মতো দগ্ধ করে!
তীর ভাঙলেই ওপাড়ায় চর ওঠে
গেরস্তের ঋণ নেওয়া দুঃখগুলো দ্রুত-
মুদ্রার মতো উল্টে গিয়ে নতুন মাটি
সুখ হয় অন্য কারো।

অবহেলার ভাঙনেও মনপড়ায় মন্বন্তর আসে!
বেল গেরাস্তের মতো তার কোনো
ইতিহাস ছাপা হয় না,
যাকিছু দেখা যায় না আদৌ তা ইতিহাসও নয়।
কারো কারো হৃদয়তো নদীর মতোই ভাঙে
ঘণ্টায় বাতাসের চেয়েও ধস নামে...
মানুষটা দোষ দেয়- অদৃশ্যের নিটোল নিয়মে।


আরো সংবাদ



premium cement