২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দূরপাল্লার পাখি

-


চাঁদের আহত উজ্জ্বল আলপনা এঁকে জলে
মধ্যরাতে ক্লান্ত নাবিকের মতো পথ খুঁজি
কান পেতে শুনি ভূমধ্যসাগরের ক্রন্দন
নরম জলের গন্ধে ধৈর্যহারা তৃষ্ণার্ত হৃদয়।

রক্তজবা চোখে দেখি আকাশে বিবর্ণ চাঁদ
ক্রমশ মুখ লুকায় মেঘের আড়ালে
আজ নিজেকে বড্ড অকেজো মনে হয়
আশ্রিত সুখের আশায় বিলীন করেছি সময়
যার পায়ে পায়ে পাই অব্যক্ত মৃত্যুর ভয়।

নক্ষত্রের রূপালি আভায় নীল সমুদ্র সফেন
হিম কুয়াশায় শরীর ধুয়ে
সংক্ষিপ্ত জীবনের সব আয়োজন ভুলে
একদিন আমি হবো দূরপাল্লার পাখি।


আরো সংবাদ



premium cement