০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


আমার শহরে...

-


অসমাপ্ত স্বপ্নের খিলানে রংহীন আকুতির ভিড়
শহর জুড়ে কার্ফিউ নিষেধাজ্ঞার ঘেরাটোপে
বাউণ্ডুলের মতো গৃহত্যাগী খণ্ড খণ্ড সুখ।
নিবিড়তায় কাছে টানে অপ্রাপ্তি বঞ্চনার অ-সুখ।
কর্দমাক্ত হয়ে ওঠে মৃতিকার মতো স্বপ্নের শরীর।

পূর্ণচাঁদের উদ্বেল ইঙ্গিত ছিল উঠোনের কোণে
সেখানে এখন আশাহত চন্দ্রিমা উৎসব,
রুপোলি চাঁদের কণায় কণায় জ্যোৎস্নার ঘ্রাণ ম্রিয়মাণ।
দেবদূতের ছায়ার ভিতর হিমশীতল হাতছানি
অমোঘ অতলান্তের মতো...

কাঞ্জিভরম নিপাট বাসন্তীরঙে অনাদি-ম্লান বিষাদ!
তবুও বিদিশার আঁধারে জ্বলে ওঠে
অজস্র জোনাকের সবুজাভ-হলদে আলো।

 


আরো সংবাদ



premium cement