৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জোছনার কাছে যাব

-

আমি জোছনার কাছে যাব
জোছনা আমার বোন
চন্দ্র বোনে সাপ, হাসনাহেনার গন্ধে
সোলেমান নবীর জিনরা বাগানে আনন্দে ঘোরাঘুরি করছে,
ও জোছনা তোকে আমি অমাবস্যা রাত পেরিয়ে নিতে এসছি,
তুই এখনি উত্তরা কপাট খুলে চলে আয়,
নবীর জিনেরা বিলকিসের কাছে যাবে!
কত রাত তোকে দেখি না
তোর স্বর্ণমুখ, তোর চোখ, তোর মায়াবী ইশারা
ভাই ডাক শুনি না কত কাল!
আমাদের আকাশে জমেছে কালো মেঘ
কালো কার্বন কনারা শামিয়ানা টাঙ্গিয়ে রেখেছে
তোর উজ্জ্বল চন্দ্রালো মুখ মায়াহরিণের চোখ
আমাকে পাগল করে না এখন।
তোর হৃদয় হরণ করা নাত বিহগের কলতান
আমাকে এখনও দেওয়ানা করে
বল, তোকে কী করে উদ্ধার করি?
তুই কেবল আমারই বোন, সহোদরা বোন
জোছনা তুই তো পৃথিবীর বোন
তোকে ছাড়া গমনাগমন, কাল গণনার পল
কী করে হিসাব হবে?
আমদের করোনার গ্রাস, রাহুগ্রহ চলে যাবে
শেষ নবী আবারো আঙুলের ইশারা দেবেনÑ
আবার আবাদ হবে, ফসলের মাঠে কৃষাণের হাসি ঝরবে
হে চাঁদ, জোছনা বোন আমার, ঘুমের মশারী এক্ষুনি খুলে ফেল,
ওই তো তিনি আসছেন
সুরাইয়া তারকার সাথে তুমি হেসে ওঠ বোন।

 


আরো সংবাদ



premium cement