২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ঊর্ধ্বমুখী হুঙ্কার

-

জীবনকে আজকাল মনে হয়
মুচড়ানো কোন এক ছেঁড়া পাতা,
এখানে এখন রঙ নেই, রূপ নেই,
তেজস্বী যৌবনের স্বাদ নেই
প্রেমোস্পর্শী হাতের পরশ নেই।

জীবন এখন অসহায়ত্বের প্রান্তপথেÑ
এক উলঙ্গ ঊর্ধ্বমুখী হুঙ্কার, এক কম্পিত দীর্ঘশ্বাস।
গ্রীষ্ম-খরায় ঘেমে-চুপসে দুর্গন্ধাক্ত তামাটে শরীর,
ঝরো ঝরো বিরামহীন বর্ষাস্নানেÑ
ঢেলা ঢেলা লালচে দু’চোখ।

জীবন এখন নিরলস দাউ দাউ জ্বলন্ত মাউন্ট নিরাগঙ্গো,
সাহারার উত্তপ্ত ধূলিকণায় হেঁচড়ে চলা পোড়া বুক,
পিচঢালা পথে থেঁতলানো কোনো নিষ্পলক দৃষ্টি।

জীবনে এখন জীবনই নেই
হাতে দড়ি নেই, পায়ে শিকল নেই
দরজায় লোহার বিশালাকার তালাও নেই
তবুও জীবন লেপ্টে গেছে চারদেয়ালের বন্দিশালায়।
সময়ের চাবুকের সাঁই সাঁই আঘাতে মুখে ভাষা নেই,
ইট-পাথরে ঠেকান্ত পিঠ, চাপামুখে সইছেÑ
সময়ের দুরন্ত চাবুকের তীব্র বেত্রাঘাত।


আরো সংবাদ



premium cement