০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


অভিমান

-

পাড়া গায় থেকে শুরু করেÑ
আজ এই শহরে অনেকের মতো আমি একজন।
এই দীর্ঘ সময়ে আমি আমার জীবনের মূল্য পেয়ে গেছি
যশ খ্যাতির পাশাপাশি মানুষের
আরো একটি চাহিদা থাকে- সেটি মানুষের মন
আমি কোনো দিন কারো মন পাইনি
আর হয়তো পাবোও না

তোমরা একটি কথা কেউ জানো না
দুনিয়ায় কারো প্রতি আমার কোনো অভিমান নেই
আমার সমস্ত মান অভিমান তোমার প্রতি
তুমি আমাকে রিক্ত করেছ
আমার সমস্ত বিশ্বাসকে মৃত করেছ
আমার সমস্ত আশ্রয়স্থলকে ধূলিসাৎ করেছ
এখন তুমি পর হলে চলবে না
তুমি যে আমার প্রভুÑ
হে প্রভু তুমি আমায় ক্ষমা করোÑ
আমার প্রার্থনাকে কবুল করো
যাতে করে আমার সমস্ত জীবনটা
মঙ্গলার্থে ব্যয় করতে পারি

 


আরো সংবাদ



premium cement