২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শরত উঁকি দেয়

-


সুরে সুরে ডাকে হায়! কোন সেই জন?
আগুনের কারাগারে জ্বলে যায় মন
দরজায় খিল নেই পুরোপুরি সাফ
প্রাণ মরে ধুঁকে ধুঁকে চায় শুধু মাফ
প্রহসনে গান গায় বাহাদুরে রাত
সুরালাপে বলে সখী ধরো তো এই হাত।
পিছুটানে পড়ে আছে কথাকলি হায়!
বাসনারা পুড়ে পুড়ে ছাই হয়ে যায়,
কুলবধূ খুঁজে ফেরে বুনোপাখি সব
দূর হতে ভেসে আসে মধু-কলরব
বেদনার ঝড় বয় সুখ খুনখুনে
অকারণে কালোয়াতি নাচে ক্ষণে ক্ষণে
ভাব জাগা অভিমান জোছনার রান্না
জ্বলজ্বলে জহমত মাতোয়ারা কান্না,
দিন যায় রাত যায় কারাগারে ঘুম
পথ চেয়ে বেলা কাটে অনুরাগে ধুম,
শরৎ এসে উঁকি দেয় অগ্নি-কারাগারে
দুই ফোঁটা শুভ্র হাসি জোটে তকদিরে।


আরো সংবাদ



premium cement