২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

মিশেল ওবামার আত্মজীবনী বেস্ট সেলার
সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা সাধারণ মানুষের মতোই জীবন কাটিয়েছেন। তিনি অবয়বের দিক থেকেও সাধারণ একজন মহিলার মতোই। তবে তিনি যে আত্মজীবনী লিখে মাত করে দেবেন, এমন ভাবনা অনেকেরই ছিল না। কিন্তু বাস্তবে ঘটেছে তাই। প্রকাশের প্রথম ১৫ দিনেই বছরের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে মিশেল ওবামার আত্মজীবনী ‘বিকামিং’। বই বিক্রির রেকর্ড রাখার জরিপকারী সংস্থা এনপিডি বুকস্ক্যানের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় এর মধ্যেই ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বইটির। ফলে এটি এ বছরের বেস্ট সেলারের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বইটির প্রকাশক প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ জানিয়েছে, সাবেক ফার্স্টলেডির বইটির হার্ডকভার এডিশন এ বছর বিক্রীত সব বইকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত বইটির ষষ্ঠ মুদ্রণ হয়েছে। আর ছাপা হয়েছে ৩৪ লাখ কপি, যা এ বছর প্রকাশিত কোনো বইয়ের ক্ষেত্রেই ঘটেছে বলে জানা যায়নি। ফলে এটিও একটি রেকর্ড। প্রকাশক প্রতিষ্ঠান বলছে, যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও বইটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কোরিয়া ও দণি আফ্রিকায়ও বিক্রির শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার লেখা বইটিতে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় প্রতিফলিত হয়েছে। প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্টলেডি হিসেবে হোয়াইট হাউজে কাটানো তার সময়ের কথা উঠে এসেছে বইটিতে।
মেক্সিকোয় আন্তর্জাতিক বইমেলা
মেক্সিকোর গুয়াডালাজারায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলা স্পেনিশ ভাষাভাষী অঞ্চলের সেরা মেলা হিসেবে স্বীকৃত। প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। এটি এফআইএল নামেও পরিচিত। এর লোগোতেও সে কথারই প্রমাণ মেলে। জিআইবিএফ বা এফআইএল যাই বলি না কেন, এটা ল্যাটিন আমেরিকার সেরা বই বিপণনের একটি বাজারও। গত ২৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই হাজার প্রকাশনা সংস্থার অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়। এ বছর ৪৩টি দেশ এ বইমেলায় অংশ নেয়। স্পেনিশ ভাষাভাষী অঞ্চলের দেশগুলোয় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য লেখক-লেখিকার লেখা বই দেখার ও বিপণনের সুযোগ পান দর্শক ও অংশগ্রহণকারীরা।

 


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল