২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : আমি ঘুম ভেঙে দেখি ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। তখন চিন্তা করলাম যেহেতু ওয়াক্ত পাইনি, তাহলে আর একটু পরে উঠে নামাজ পড়ি এবং পরে দুই-এক ঘণ্টা পর উঠে ফজরের নামাজ আদায় করেছি। আমার এই নামাজ হবে কি?
উত্তর : যখন ঘুম ভাঙে তখনই নামাজ আদায় করতে আল্লাহর রাসূল সা: আদেশ করেছেন- ‘যে ব্যক্তি সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে বা ভুলে যায়, তবে স্মরণ হলেই সে তা আদায় করবে। এটাই তার কাফফারা।’ [সহিহ মুসলিম-১৬০০] সুতরাং জাগ্রত হওয়ার পর আবার ঘুমানো ঠিক নয়। ভবিষ্যতে আর এমন করবেন না।
ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement