২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

প্রশ্ন : রুকু ও তাশাহুদে নজর (দৃষ্টি) কোথায় রাখব?
উত্তর : রুকুতে দৃষ্টি কোথায় রাখবে সে বিষয়ে হাদিসে স্পষ্ট কিছু নেই। তবে কয়েকজন তাবেয়ি থেকে বর্ণিত আছে- তারা সেজদার স্থানে রাখতে বলছেন এবং ফকিহগণ এমনই মত দিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং ৬৫৬২, ৬৫৬৩ ও ৬৫৬৪।
তাশাহুদের সময় যে হাত দিয়ে ইশারা করা হয় সেই হাতের দিকে নজর রাখবে। রাসূলুল্ল­াহ সা: এমন করতেন বলে সহিহ হাদিসে উল্লে­খ আছে। সুনানে নাসায়ি, হাদিস-১২৭৫, হাদিসটি সহিহ।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement