০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


প্রশ্নোত্তর

-

প্রশ্ন : ছেলে ও মেয়ের অবৈধ সম্পর্কের একপর্যায়ে একটা ছেলেসন্তান জন্ম নেয়। পরে তারা বিয়ে করে। এখন এই ছেলে কি জারজ সন্তান হবে তাদের বিয়ের পরও?

উত্তর : অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেয়া সন্তানের নসব অর্থাৎ বংশ তার বাবার (যার ঔরসে জন্ম) থেকে সাব্যস্ত হবে না। জারজ হিসেবেই সাব্যস্ত হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, এখানে অপরাধ মা-বাবার, সন্তানের কোনো অপরাধ নেই, তাই সন্তানকে কোনো প্রকারের হেয় করা যাবে না। রাসূলুল্লাহ সা: বলেছেন, যখন কোনো লোক কোনো স্বাধীন মহিলা কিংবা বাঁদীর সাথে ব্যভিচার করে তাহলে সে সন্তান হবে ব্যভিচারের সন্তান...। সুনানু তিরমিজি-২১১৩। শায়খ আলবানি রহ. বলেছেন, হাদিসটি সহিহ।
ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement