২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মন পরিবর্তনের শব্দমালা

-

এক. পৃথিবী এক বিষণœ অবস্থায় বিরাজ করছে। মানুষ নির্বোধ এবং শক্ত হৃদয়ের হয়ে উঠেছে। তারা আরো তর্কপ্রবণ ও প্রান্তিক অবস্থানে চলে যাচ্ছে। মন্দ শব্দচয়ন সাধারণ এবং ভালো কথাকে বিরক্তিকর মনে করা হচ্ছে। মানসিক স্বাস্থ্য, বিষণœতা, উদ্বেগ, গুঞ্জন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এই সময়ে আমাদের মমতা ও সহানুভূতি প্রয়োজন বিশেষভাবে।
দুই. আপনার ভ্রমণে কোনো বিচ্যুতির জন্য কখনো লজ্জিত হবেন না। এটি সাক্ষ্য দেয় যে, আপনি যন্ত্রণাকে জয় করেছেন, আপনি পাঠ গ্রহণ করেছেন এবং এ জন্য আরো শক্তিশালী হয়ে উঠেছেন। আপনার দাগগুলোকে কোনোভাবেই জিম্মি করতে দেবেন না আপনাকে। এসবকে ইতিবাচকভাবে দেখুন। এসবকে দেখুন আরো ভালো করার শক্তির নিদর্শন হিসেবে।


আরো সংবাদ



premium cement