২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

হাদিসের কথা

-

উত্তমটা করা
আবু মুসা আশআরি রা: থেকে বর্ণিতÑ তিনি বলেন, আমরা একবার রসূলুল্লøাহ সা:-এর কাছে সওয়ারি চাইতে আসি। তিনি বললেন, ‘আমার কাছে এমন কিছু নেই যা তোমাদেরকে সওয়ারি হিসেবে দিতে পারি। আল্লøাহর কসম! আমি তোমাদের সওয়ারি দেবো না। এরপর রাসূলুল্লাহ সা: কালো মিশ্রিত সাদা কুঁজবিশিষ্ট তিনটি উট আমাদের কাছে পাঠান। আমরা আলোচনা করলাম যে, সওয়ারি চাওয়ার জন্য আমরা রাসূলুল্লøাহ সা:-এর কাছে এসেছিলাম। তখন তিনি কসম খেয়েছিলেন, তিনি আমাদের সওয়ারি দেবেন না। এরপর আমরা তার কাছে গিয়ে তাকে কসমের বিষয় জানালাম। তিনি বললেন, ‘আমি কোনো বিষয়ের ওপর কসম করলে তার বিপরীত কাজ যদি উত্তম দেখি, তবে সে উত্তমটি করি।
Ñসহিহ মুসলিম-৪১৬১ (ই. ফাউন্ডেশন-৪১২৩, ই. সেন্টার-৪০২২

 


আরো সংবাদ



premium cement