৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


হাদিসের কথা

-

ক্রোধে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া
সুলাইমান ইবনে সুরাদ রা: বর্ণনা করেন, একদা আমি নবী সা:-এর সাথে বসেছিলাম। এমতাবস্থায় দু’জন লোক একে অন্যকে গালি দিচ্ছিল। তার মধ্যে একজনের চেহারা (ক্রোধের চোটে) লালবর্ণ হয়ে গিয়েছিল এবং তার শিরাগুলো ফুলে উঠেছিল। (এ দেখে) রাসূলুল্লাহ সা: বললেন, ‘নিশ্চয় আমি এমন এক বাক্য জানি, যদি সে তা পড়ে, তাহলে তার ক্রোধ দূরীভূত হবে। যদি সে বলে ‘আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম’ (অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইছি), তাহলে তার উত্তেজনা ও ক্রোধ সমাপ্ত হবে।’ লোকেরা তাকে বলল, ‘নবী সা: বললেন, তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাও।’ (অর্থাৎ উপরোক্ত বাক্যটি পড়ো)
-বুখারি-৩২৮২, মুসলিম-২৬১০, আবু দাউদ-৪৭৮১,
আহমাদ-২৬৬৬৪


আরো সংবাদ



premium cement