২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

সাদিয়া আক্তার : আমার মা বৃদ্ধ। তিনি রোজা রাখতে শারীরিকভাবে অসমর্থ। তার পরিবর্তে ছেলেমেয়েরা অন্য সময়ে ফরজ রোজা রেখে দেয়ার কোনো বিধান রয়েছে কি?
মাওলানা লিয়াকত আলী : রোজা একটি সম্পূর্ণ শারীরিক ইবাদত। আর এ ধরনের ইবাদত একজনেরটি অন্যজন আদায় করতে পারে না। বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের জন্য শরিয়তের হুকুম এই যে, তাদের রোজার পরিবর্তে ফিদিয়া দিতে হবে। একটি রোজার ফিদিয়া একটি সদকাতুল ফিতরের সমান। অর্থাৎ যে কয়টি রোজা তিনি রাখতে পারলেন না, সে কয়টি সদকাতুল ফিতরের সমান অর্থ তিনি দান করবেন বা তার পক্ষ থেকে দান করতে হবে।


আরো সংবাদ



premium cement