২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


জীবন গড়ার টিপস

-

এক. আপনার এবং সর্বশক্তিমানের মধ্যে কিছু জিনিস ব্যক্তিগত রাখুন। কেবল তাঁরই ওপর নির্ভর করতে আপনার কিছু জিনিস দরকার! মনে রাখবেন, আপনি কী করছেন, আপনার জীবনে কী চলছে ইত্যাদি প্রত্যেকেরই জানার দরকার নেই, যত কম মানুষ আপনার সম্পর্কে জানে, তত ভালো। গোপনীয়তা একটি মূল্যবান বিষয়!
দুই. এই রোগটি দ্রুত সংক্রমণ করে। অনেকেই এ রোগে ভোগেন। অন্যদের সাথে নিজেকে তুলনা বন্ধ করুন। আপনার জীবনের নিরাপত্তাহীনতাবোধ, ঈর্ষা এবং ক্ষুব্ধ থাকার অভ্যাসটি ভেঙে ফেলুন। এর অন্যতম প্রধান কারণ হলোÑ সোস্যাল মিডিয়া! মনে রাখবেন, অন্যের কাছে যা আছে তা চাওয়া হলো সময় নষ্ট করা; নিজের জীবন নিজের মতো করে কাটান!
তিন. সর্বশক্তিমানের দিকে ফিরে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করবেন না। আজই শুরু করুন। যেকোনো দিন যেমন এর জন্য উত্তম; তেমনি যত তাড়াতাড়ি শুরু করবেন ততই তা ভালো। তাঁর সান্নিধ্য সন্ধান করুন। তাঁকে ধন্যবাদ জানান আর আপনি উন্নত জীবনের পথেই এগিয়ে যাচ্ছেন। এটি একটি ভুল ধারণা যে, আপনি প্রার্থনা করার আগে তা একেবারে নির্ভুল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কোনো কিছু কখনোই নিখুঁত হতে পারে না। এখনই শুরু করুন!


আরো সংবাদ



premium cement