২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

ইমতিয়াজ হোসেন : প্রভিডেন্ড ফান্ড থেকে লোন নিয়ে প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করলে জায়েজ হবে কি না?

মাওলানা লিয়াকত আলী : এটি নাজায়েজ হওয়ার কারণ নেই। কারণ প্রভিডেন্ড ফান্ড যদিও চাকরিরত ব্যক্তির প্রাপ্য, কিন্তু তা প্রাপ্তির নির্দিষ্ট নিয়ম ও সময় রয়েছে। তার আগ পর্যন্ত তা কর্তৃপক্ষের আয়ত্তে থাকে। এ জন্য এ ফান্ড থেকে লোন নেয়া প্রকারান্তরে কর্তৃপক্ষ থেকেই লোন নেয়া। আর লোন নেয়ার পরে শর্ত অনুযায়ী কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকে। এটি একটি সুবিধা, যা চাকরিরত ব্যক্তিকে দেয় কর্তৃপক্ষ। এই সুযোগ গ্রহণ করায় দোষ নেই।


আরো সংবাদ



premium cement