০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ প্রায় ১২ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক বাজার মূল্য ৮০ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা।

বৃহস্পতিবার ভোরে জালকুড়ি তালতলা এলাকায় নৌ-বাহিনীর সাবেক অফিসার মরহুম আব্দুল মান্নান দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে ঢুকে বিআইডব্লিউটিএর ঠিকাদারি ব্যবসায়ী ও মরহুম আব্দুল মান্নানের ছেলে রায়হান উদ্দিন দেওয়ান ওরফে মুন্না দেওয়ান (৪৫), তার স্ত্রী সোহানা দেওয়ান (৩৫) ও মুন্নার মা রাশিদা আক্তারকে (৭৫) বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে এই ঘটনা ঘটায় ডাকাতেরা।

মুন্না দেওয়ানের বোনের জামাই মিজান জানান, ‘রাত পৌনে ৪টার দিকে গ্রিল কেটে ডাকাত বাসার ভেতরে ঢোকে। ভেতরে চারজন ছিল, বাহিরে আরো ডাকাত ছিল কি-না জানি না। দোতলায় আমার শ্যালক থাকেন, তিনি তার বৌ ও ছোট বাচ্চা ছিল। সেখানে গিয়ে ডাকছিল আপনি কী লিটন দেওয়ান। এটা শুনে তিনি লাফ দিয়ে ওঠেন। পরে তারা তাকে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গহনা খুলে নেয় এবং আলমারি থেকে টাকা, গহনা সব নিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘সব মিলিয়ে ১১ থেকে ১২ লাখ টাকা হবে। নগদই ১০ লাখ টাকা ছিল। স্বর্নলঙ্কার প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মতো ছিল।’

মিজান আরে বলেন, ‘ওরা প্রথমে দোতলায় ডাকাতি করে। পরে সেখান থেকে আমার শ্যালককে নিয়ে নিচ তলায় যায়। সেখানে গিয়ে আমার শাশুড়িকে ডাকলে তিনি দরজা খুলেন। দরজা খোলার পরেই আমার শাশুড়িকে আটকে সব নিয়ে নেয়।’

তিনি আরো বলেন, ‘রাতে পৌনে ৪টার দিকে ডাকাত দল আসে। প্রায় ৪০ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে। আজানের আগ দিয়ে বের হয়ে যায়।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ‘গ্রিল কেটে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।


আরো সংবাদ



premium cement
স্বস্তির বৃষ্টির আভাস ঢাকাসহ ৪ বিভাগে বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গ্রেফতারের পর ১৭ মে পর্যন্ত পুলিশ প্রহরার আহ্বান প্রেসিডেন্টের আমরা আরো কঠোরভাবে ফিরে আসব : কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা স্মিথকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা পেটের দায়ে কাজে আসছি থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল

সকল