০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শরীয়তপুরে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

- ছবি : নয়া দিগন্ত

শরীয়তপুরের ডামুড্যায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।

আজ বুধবার দুপুরে বিচারক স্বপন কুমার সরকার আসামিদের উপস্থিতিতে ওই দণ্ডাদেশ প্রদান করেন।

ফাঁসির আসামি হলেন বাবু চৌকিদার। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ডামুড্যা উপজেলার বড় নওগাঁ গ্রামের আজগর আলী খানের ছেলে জুয়েল খান (১৯), মরহুম বাচ্চু সরদারের ছেলে ফারুক সরদার (২২) ও চর ভয়রা গ্রামের বাদশাহ মিয়া সরদারের ছেলে তানভীর হোসেন শামীম (২২)। দণ্ডিত আসামিদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসের ২১ তারিখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের কিশোরী মেয়ে কাজল আক্তার (১৫) নিজ বাড়ি থেকে সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়ার পথে নিঁখোজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের খালে হাত-পা বাঁধা অবস্থায় খালের ভেতর তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২২ অক্টোবর ২০২২ নিহতের বাবা আলাউদ্দিন ছৈয়াল ডামুড্যা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আসামি চিহ্নিত করে আদালতে পাঠায়।

ভিকটিমের বাবা আলাউদ্দিন ছৈয়াল বলেন, আদালত যে রায় দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আমরা চাই এই রায়ের বাস্তবায়ন দ্রুত কার্যকর করা হোক। রায় দ্রুত কার্যকর করা হলে আমার মেয়ের ন্যায়বিচার নিশ্চিত হবে।

আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিল করব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আহমেদ বলেন, আসামীরা বিজ্ঞ আদালতের কাছে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত পর্যবেক্ষণ শেষে বাবু চৌকিদারের ফাঁসি ও অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও তাদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

সকল