২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের মামলায় বিএনপি নেতা গ্রেফতার। - ফাইল ছবি

মুন্সীগঞ্জে মৎস্য আইনে নৌ-পুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুরের গোসাইবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের সহোদর।

মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান জানান, ২১ মে গোসাইবাগ এলাকায় মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে তিন কোটি ১১ লাখ টাকার কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।

মহিউদ্দিন আহমেদ ওই অভিযানের সময় পালিয় গেছেন বলে অভিযোগ করেছে পুলিশ। কারেন্টজাল উৎপাদনে জড়িত থাকায় মহিউদ্দিনের বিরুদ্ধে মৎস্য আইনের ৫-এর ১ ধারায় মুক্তারপুর নৌ-পুলিশে উপ-পরিদর্শক (এসআই) নাসির ও আল আমিন মামলা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নৌ-পুলিশের দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব ছিল আমাদের। ওই মামলায় মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও মারামারি, পুলিশ নির্যাতনসহ আরো অনেক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’দ

ওই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন।


আরো সংবাদ



premium cement
সিরাজদিখানে প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান

সকল