Naya Diganta

মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরি ও সংরক্ষণের মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

মুন্সীগঞ্জে মৎস্য আইনে নৌ-পুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুরের গোসাইবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের সহোদর।

মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান জানান, ২১ মে গোসাইবাগ এলাকায় মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে তিন কোটি ১১ লাখ টাকার কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।

মহিউদ্দিন আহমেদ ওই অভিযানের সময় পালিয় গেছেন বলে অভিযোগ করেছে পুলিশ। কারেন্টজাল উৎপাদনে জড়িত থাকায় মহিউদ্দিনের বিরুদ্ধে মৎস্য আইনের ৫-এর ১ ধারায় মুক্তারপুর নৌ-পুলিশে উপ-পরিদর্শক (এসআই) নাসির ও আল আমিন মামলা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নৌ-পুলিশের দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব ছিল আমাদের। ওই মামলায় মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও মারামারি, পুলিশ নির্যাতনসহ আরো অনেক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’দ

ওই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল হোসেন।