০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


এক পাঙাশের দাম ২৬ হাজার

এক পাঙাশের দাম ২৬ হাজার - ছবি : সংগৃহীত

পদ্মায় এবার জেলের জালে ধরা পরেছে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

মঙ্গলবার ভোরে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদী থেকে জেলে আব্দুস সালাম প্রামাণিকের জালে বিশাল এ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, জেলে সালাম মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে আসেন। পরে সেখান উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১ হাজার ২শ’ ৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকা দিয়ে কিনে নেন আড়তদার শাহজাহান শেখ।

তিনি জানান, পাঙাশে মাছটি আড়ত থেকে কিনে ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছটি ১ হাজার ৩শ’ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করি।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু বড় মাছ নদীতে এখন কমই দেখা যায়। এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশবৃদ্ধি হবে।

দেখুন:

আরো সংবাদ



premium cement