৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


কুলিয়ারচরে ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

কুলিয়ারচরে ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার - ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদরাসাছাত্রকে (১১) বলৎকারের অভিযোগে শিক্ষক মাওলানা ইয়াকুব আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার বড়খারচর আদর্শ নূরানী ও হাফিজয়া মাদরাসার মোহতামিম।

রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুলিয়ারচর থানার এসআই মো: আবুল কালাম আজাদ অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মাদরাসাশিক্ষক মুফতি মাওলানা ইয়াকুব আলী (৩৫) উপজেলার উছমানপুর ইউনিয়নের সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুল কাদিরের ছেলে।

মুফতি মাওলানা ইয়াকুব আলী গত ১ এপ্রিল রাত ২টার দিকে ঘুম থেকে ডেকে তার মাদরাসার এক ছাত্রকে বলৎকার করে। ঘটনার এক সপ্তাহ পর এলাকায় বিষয়টি জানাজানি হয়। গত ৭ এপ্রিল বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ওই দিন রাতেই ইয়াকুব আলীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ভিকটিম ছাত্রের বাবা একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুর রহমান জানান, আসামিকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড আবেদন করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement