০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


আড়াইহাজারে বিএনপি নেতার ওপর হামলা ও বাড়িতে ভাংচুর

আড়াইহাজারে বিএনপি নেতার ওপর হামলা ও বাড়িতে ভাংচুর - ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ ও তার সমর্থকদের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনার পর বুধবার এ বিচার দাবি করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুরায় জেলা বিএনপির সদস্য জুয়েল আহমেদ ও খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে। এতে আহত হন বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী। এ সময় বাড়ি ঘরসহ তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। একই সাথে পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় বুধবার আড়াইহাজার থানা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু ও মাসুম শিকারী নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বিএনপির নেতার ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানান।

বিএনপি নেতাদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে ক্ষমতাসীন দলের লোকজন লাঠি-সোটা ও অস্ত্র নিয়ে হামলা করে বিএনপির কেন্দ্রেীয় নেতা নজরুল ইসলাম আজাদের গাড়ি, তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও আরো পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আহত হয়েছেন বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী। তাদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ওই হামলার ঘটনা ঘটেছে। কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘উপজেলার খাগকান্দা এলাকাতে ইসমাইল নামের বিএনপির এক কর্মীর বাড়িতে আমরা যাই। ওই কর্মী বিগত দিনে ক্ষমতাসীনদের রোষাণলে পড়েছিলেন। আমি ব্যক্তিগত উদ্যোগে তাকে ঘর তোলার জন্য টিন ও প্রয়োজনীয় জিনিস দিয়েছি। তখন থেকেই ক্ষমতাসীন দলের লোকজন আমাদের ঘিরে মহড়া দিচ্ছিল। পরে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের বাড়িতে গেলে ওইখানে দু’দফা বাধা ও হামলা করা হয়। একপর্যায়ে আমরা কৃষ্ণপুরায় জুয়েলের বাড়িতে চলে যাই। তখন খবর পাই বেলায়েতের বাড়িতে হামলা করে ঘর ভাংচুর করেছে। জুয়েলের বাড়িতে পৌঁছানোর পর কয়েক শ’ লোকজন অস্ত্র নিয়ে হামলা করে। তারা বাড়ির উঠানে থাকা আমার একটি গাড়ি একেবারে ভাংচুর করে। তিনটি মোটরসাইকেলে আগুন দেয় আরো পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। তাদের প্রতিহত করতে গিয়ে আমার অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

বুধবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
শুক্রবার দেশে আসবে মোহাম্মদ আলীর লাশ, শনিবার দাফন ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ইরান বাসায় ফেরার পর যা জানালেন খালেদা জিয়ার চিকিৎসক ঋণ পুনঃনির্ধারণের নিয়ম মূল্যস্ফীতিকে বাড়িয়ে তুলছে : ড. ফরাস উদ্দিন ৪ মাসে ৮৩১ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ বকেয়া বিল পরিশোধ নিয়ে সরকারের অবস্থান জানতে আগ্রহী আইএমএফ সরিষাবাড়ীতে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিল ব্র্যাক ব্যাংক সৌদি আরবের ৮০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : সালমান এফ রহমান ওমরার ভিসায় হজ করা যাবে না : সৌদি কর্তৃপক্ষ

সকল