২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কটিয়াদীতে ডিম বিক্রি করে সংসার চলছে দুই নারীর

কটিয়াদীতে ডিম বিক্রি করে সংসার চলছে দুই নারীর - নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুই নারী ট্রেনসহ বিভিন্ন হাট বাজারে ডিম বিক্রি করে সংসার চালাচ্ছেন।

এদের একজনের নাম মোছা: শামসুন্নাহার (৫৫) এবং অপরজনের নাম মোছা: জামেলা খাতুন (৪০)। এরা উভয়ই দুই সংগ্রামী নারী। দু’জনেরই স্বামীর কোন কর্মক্ষমতা নেই। সামান্য ভিটে বাড়ি ছাড়া কোন জমি নেই। পরিবারের লোকজনের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে মানুষের করুণার পাত্র না হয়ে বুকে সাহস নিয়ে নেমে পড়েন ব্যবসায়।

কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারের আড়ৎ থেকে বাকিতে ডিম নিয়ে ট্রেনে প্রতিদিন চলে যান ভৈরবসহ বিভিন্ন বাজারে। সেখানে ডিম বিক্রি করে মহাজনের টাকা বুঝিয়ে দিয়ে লাভের টাকায় চাউল, ডাল নিয়ে বাড়ি ফেরেন।

এভাবেই কোন রকমে চলে তাদের জীবন। মহামারি করোনার প্রভাবে তাদের ব্যবসায় কিছুটা ভাঁটা পড়ে। কিন্তু ট্রেন, বাস চলাচল ও হাট বাজার খোলার পরে তাদের ব্যবসা খানিকটা চাঙ্গা হলেও আগের মত লাভ হচ্ছে না। কিন্তু তবুও থেমে নেই তাদের জীবিকা যুদ্ধ। স্বামী ও সন্তানদের মুখের খাবার যোগাতে তারা ছুটে চলেছেন কিছু আয়-রোজগারের সন্ধানে। সরকারিভাবে কর্মহীন অতিদরিদ্র লোকজনকে সাহায্য প্রদান শুরু হলেও তারা কিছুই পায়নি।

শামসুন্নাহার জানান, তার বাড়ি উপজেলার চান্দপুর ইউনিয়নের দেবলেরকান্দা গ্রামে। স্বামী বাদল মিয়া দীর্ঘ ৩০ বছর যাবৎ অসুস্থ। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জননী। বড় ২ ছেলে বিয়ে করে পৃথক সংসার করছেন, মেয়েকেও বিয়ে দিয়েছেন। ছোট ছেলেটি প্রতিবন্ধী। অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী ছেলের চিকিৎসা ও সংসার চালাতে শামসুন্নাহার ২৫ বছর ধরে ডিম বিক্রি করছেন।

অপর ডিম বিক্রেতা জামেনা খাতুন জানান, তার বাড়িও একই ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে। তার স্বামী মো: সাহাব উদ্দিন একজন বুদ্ধি প্রতিবন্ধী। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী। ২০ বছর ধরে তিনিও ডিম বিক্রি করছেন।

শত কষ্টের মাঝেও তারা কারোর কাছে হাত পাতেননি। শ্রম দিয়ে মাথার ঘামে শরীর ভিজিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছেন।

চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ভূইয়া গংগা বলেন, এই নারী দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা হতদরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও করোনা সঙ্কটকালে কোন সরকারি সাহায্য তারা পায়নি। তারা যাতে সরকারি সাহায্য পেতে পারেন সেজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।


আরো সংবাদ



premium cement