০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নারায়ণগঞ্জে এবার লাশ দাফনে সেই নারী কাউন্সিলর

নারায়ণগঞ্জে এবার লাশ দাফনে নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে এবার লাশ দাফনে এগিয়ে এসেছেন সেই মানবিক নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা। লাশ দাফনের জন্য তিনি গঠন করেছেন আট সদস্যের টিম। এছাড়া ত্রাণ বিতরণের জন্য তার আলাদা টিম রয়েছে।

নাসিক ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।

সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮নং ওয়ার্ডে লিভার জনিত সমস্যায় আঃ রহমান নামে এক ব্যক্তি মারা যান। তিনি ওই এলাকার মুদি দোকানী ছিলেন। করোনা পরিস্থিতির কারণে মানুষ মারা গেলে কেউ এগিয়ে আসে না। সেই পরিস্থিতিতে ওই মুদি দোকানীর লাশ করোনা যোদ্ধাদের দিয়ে গোসল করানো, কাফন পরিধান করানো এবং তাতখানা বায়তুল আমান জামে মসজিদের ইমাম সাহেবের সহায়তায় জানাযা সম্পন্ন করান এই বিএনপি নেত্রী। রোববার রাতে নিহত ব্যক্তির পৈতৃক বাড়ি সোনারগাঁওয়ে রাত ১টার দিকে দাফনের ব্যবস্থা করা হয়।

আয়শা আক্তার দিনা সোমবার সকালে নয়া দিগন্তকে জানান, ৮নং নিবাসী আঃ রহমান চাচা রোববার বিকেল ৫টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে আমি আমার করোনা যোদ্ধাদের নিয়ে সেখানে যাই এবং তারা লাশ গোসল, কাফন পরানো  এবং তাতখানা বায়তুল আমান জামে মসজিদের ইমাম সাহেবের সহায়তায় জানাযা সম্পন্ন করা হয়।

মৃত আঃ রহমান

 

 

অতঃপর তার লাশ আমার টিমের করোনা যোদ্ধাদের সহযোগিতায় তার পৈতৃক বাড়ি সোনারগাঁয়ে দাফন করতে নিয়ে যাওয়া হয়। রহমান চাচার জন্য সবার কাছে দোয়া কামনা এবং আল্লাহপাক যেনো তার কবরকে জান্নাতের বাগান করে দেন এই কামনা করেন নাসিক এই কাউন্সিলর।

তিনি জানান, করোনা দুর্যোগের শুরু থেকে আমি মানুষের জন্য সাধ্যমত কাজ করে যাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে মানুষ মারা গেলে কেউ এগিয়ে আসে না। তাই মানুষের দাফন কাফনের কথা চিন্তা করে আমি আট সদস্যের করোনা যোদ্ধা টিম গঠন করেছি। এ টিম মানুষ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করবে। এছাড়া ত্রাণ দেয়ার জন্য আলাদা টিম রয়েছে।

উল্লেখ্য, করোনা দুর্যোগে গর্ভবতী নারীদের সার্বিক সহযোগিতা করে আলোচনায় রয়েছেন এ নারী কাউন্সিলর। তিনি একাধারে নারায়নগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক।


আরো সংবাদ



premium cement
কাতারকে যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম : যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ রাফাহ আক্রমণের ক্ষয়ক্ষতি হবে ‘গ্রহণযোগ্যতার বাইরে’ : এন্টনি ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ১৫ জনের প্রাণহানি ব্রাজিলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা : জাতিসঙ্ঘ দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একজোট : ড. মঈন খান ডিএমপির অভিযানে গ্রেফতার ২৬ আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ খুলনায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

সকল