৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গাজীপুরে বিএনপি'র ত্রাণ বিতরণ

-

লকডাউনে আয় রোজগারহীন ঘরবন্দি মানুষের সাহাযার্থে সরকারি দলের পাশাপাশি এগিয়ে এসেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। গাজীপুর মহানগর যুবদল নগরীর আটটি থানার প্রতিটি ওয়ার্ডে ত্রাণ সামগী বিতরণের উদ্যোগ নিয়েছে। মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাটের নেতৃত্বে বুধবার থেকে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যেগে স্থানীয় মুরকোন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সেখানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহসভাপতি আকবর হোসেন ফারুক, সহসাধারণ সম্পাদক আমজাদ হোসেন জুনা, বিএনপি নেতা মিজানুর রহমান, যুবদল তো মাসুদ চৌধুরী প্রমুখ।

এর আগে বুধবার নগরির টঙ্গী পূর্ব থানার ইসলামপুর, গাছা থানা ও বাসন থানা এলাকায় মহানগর যুবদল ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। স্ব স্ব থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা এসময় তাদেরকে সহযোগিতা করেন।

বুধবার টঙ্গী পূর্ব থানার ইসলামপুর আলম মার্কেট এলাকায় ত্রাণ বিতরণকালে তাদের সাথে ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক এস.এম আলম, মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রিপন, কোনাবাড়ি থানা যুবদল সভাপতি প্রার্থী বাবুল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ফয়সাল সরকার,যুবদল নেতা নজরুল ইসলাম, আবু ইউসুফ সুমন, মো: হাসান, মো: জাহাঙ্গীর, সোহেল রানা বাবু, আফতাব পাঠান প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার টঙ্গী বাজার এলাকায় খাবার বিতরণ করেন গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সরকার জাবেদ আহমেদ সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, সহপ্রচার সম্পাদক তাজুল ইসলাম বেপারী, ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, নাজমুল আলম, সুমন পাঠান, রিগান সরকার, মো. স্বপন মিয়া, শুক্কুর মিয়া প্রমুখ।

মহানগর বিএনপির পক্ষে এ ত্রাণ বিতরণ কর্মসূচির মূল উদ্যোক্তা সুমন সরকার জানান, তারা সরকার ঘোষিত আগামী ১১ এপ্রিল বর্ধিত লকডাউন পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি বৃহস্পতিবার থেকে টঙ্গীর ১৫টি ওয়ার্ডে তারা বিভিন্ন নিত্যপণ্য বিতরণ করবেন।

এছাড়া মহানগর বিএনপির পক্ষ থেকে বুধবার গাছা থানা বিএনপি ও যুবদলের উদ্যোগে স্থানীয় বোর্ড বাজার এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গাছা থানা বিএনপির সভাপতি মো: মনিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণকালে সেখানে আরো উপস্থিত ছিলেন কাপাসিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, গাছা থানা যুবদল সভাপতি প্রার্থী মোশারফ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক প্রার্থী ইউসুফ আলী সরকার, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল্লাহ খান বকুল, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন মহিন, যুবদল নেতা মো. সোলেমান সরকার, স্বেচ্ছাসেবকদল নেতা শরীফ সরকার, ছাত্রদল নেতা আবু মো. কাউসার, অ্যাডভোকেড আবুল কালাম, বিএনপি নেতা মো. ইদ্রিস মন্ডল, মো: আলমগীর সিকদার, মজিবুর রহমান মোশারফ, নজরুল ইসলাম, মোতাহার হোসেন, মো: জাহাঙ্গীর মোল্লা, মো. সুজন মালিথা, মো: আব্দুস সালাম, মো: আজিজুল হক সরকার, মো. মফিজুল ইসলাম রানা প্রমুখ।

মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ সুমনের নেতৃত্বে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


আরো সংবাদ



premium cement