৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)


তোমরা আমাকে বোবা মেয়েটির খাস কামড়ায় যাওয়ার পথ দেখিয়ে দাও। নিজের ভাগ্য পরীক্ষা করতেই আমি ভালোবাসি।
দাসী দুজন যুবকটিকে খানকন্যার ঘরে নিয়ে যায়। যুবকটি বোবা হয়ে থাকা সুন্দরী মেয়েটিকে সালাম দিয়ে বলে, ক্ষমা করবেন হে সুন্দরী খানকন্যা, আমি তোমাকে কথা বলাতে আসিনি। আমি এসেছি তোমাকে একটি গল্প শুনাতে। 
এ কথা বলে যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকে। 
ভাবছে, দেখি গল্প শোনার অনুপ্রেরণায় মেয়েটি কিছু বলে কিনা। কিন্তু না, মেয়েটি আগের  মতোই নির্বিকার বসে রইল। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে যুবকটির দিকে। হয়তো মনে মনে ভাবছে, আহারে যুবক! শেষে তোমাকেও প্রাণ দিতে হবে?
(চলবে)

 

 

 


আরো সংবাদ



premium cement