০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)
উলাভ বলল, আমি তৈরি। চলো দৌড় দিই।
কোন দিকে যে বেন্টদের বাড়ি, বেন্ট তা বুঝে উঠতে পারল না। তবু আন্দাজের ওপর ভরসা করে দৌড়াতে লাগাল সে, ওকে অনুসরণ করে দৌড়ে চলল উলাভ। এভাবে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসে জিরোবার জন্য থামলো ওরা। বার দুই-তিন খুব লম্বা করে নিঃশ্বাস টেনে নিলো বেন্ট। তারপর বলল, রাত কত হয়েছে কে জানে? আমাদের এখন ট্রাম খুঁজে বের করতে হবে।
: কেনো?
বোকার মতো প্রশ্ন করল উলাভ। বেন্ট বলল, কারণ আমাদের অনেক দূরে যেতে হবে। ট্রামে চড়ে গেলেও দেড় দুই ঘণ্টা লেগে যাবে।
: হায় আল্লাহ! আমরা কোথায় যাবো?
: আমাদের বাড়ি তো শহরের শেষপ্রান্তে। তাই ট্রামে আমাদের চড়তেই হবে। কিন্তু কোথায় যে ট্রাম ডিপোটা...
কথা শেষ না করে বেন্ট ডিপোটা কোথায় তা ভেবে চলল। সে সময় হঠাৎ উলাভের হাতের দিকে ওর চোখ পড়লÑ ওর সাথে স্যুটকেস নেই। ওটা জেন্সের বাড়িতেই রেখে আসা হয়েছে।
(চলবে)


আরো সংবাদ



premium cement