২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)
বেন্ট রাস্তা পেরিয়ে ট্রামস্ট্যান্ডে যাওয়ার আগেই ছোট ছেলেটিকে নিয়ে বড় ছেলেটি ট্রামে ঢুকে পড়ল। বেন্টও আর সময় নষ্ট করল না। ট্রামের পেছনের দরজা দিয়ে সেও ট্রামে উঠে বসল।
বেন্ট যে সিটে গিয়ে বসল তার উল্টো দিকে উলাভ আর বড় ছেলেটি বসেছিল। বেন্টের দিকে উলাভ তাকাতেই বেন্ট ওকে চোখ নাচিয়ে ইশারা করলÑ তা দেখতে পেয়ে উলাভও চোখ নাচাল। এভাবে দু’জন দূর থেকে চোখে চোখে ইশারা করে যেতে লাগল। কিন্তু একটু পরই এ দৃশ্য বড় ছেলেটির চোখে পড়ল। সাথে সাথে তার চোখে মুখে একটা বিরক্তির ছাপ ফুটে উঠল। সে চোখ পাকিয়ে উলাভকে যেন কি বলল। শুধু তাই নয়, উলাভকে নিয়ে সে আরো ভেতরের দিকে গিয়ে বসল।
বেন্ট তার সিটে বসেই দু’জনার ওপর চোখ রাখতে লাগল। বেন্ট ভাবল, আপাতত আমার কিছু করার নেই শুধু চোখে চোখে রাখা ছাড়া। ট্রাম থেকে নামার সাথে সাথে আমিও নেমে পড়ব আর ওদের পেছন পেছন যাবো। তারপর সুযোগ বুঝে উলাভকে নিয়ে বাড়িতে ফিরে যাবো।
ট্রামটা একের পর এক স্টপেজে থামছে। নতুন যাত্রীদের নিয়ে নতুন কোনো স্টপেজের উদ্দেশে ছুটে চলছে। (চলবে)


আরো সংবাদ



premium cement