০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান অভিযান

-

একুশ.

‘আমাদের ব্যাপারে তো প্রচুর আগ্রহ ব্রুকার আর তার দুই সহকারীর,’ সুজা বলল। ‘একটু বেশিই আগ্রহ। আমার এসব ভালো লাগছে না।’
‘ওদের উদ্দেশ্যটা জানতে পারলে সুবিধে হতো,’ জিমি বলল।
‘কী বলাবলি করে ওরা শোনা দরকার,’ রেজা বলল।
‘কিভাবে শুনবে?’
‘তোমরা এখানে দাঁড়াও। আমি আর সুজা যাই। আড়িপাতা যায় নাকি দেখি।’
ঠিক এই সময়ে বছর দশেকের একটা ছেলেকে ওদের পাশ কাটাতে দেখে আটকাল ওকে রেজা। ছেলেটার হাত ধরে কাছে টেনে আনল। ‘এই ছেলে, এক ডলার কামাই করতে চাও?’
‘চাই!’
একটা ডলার বের করে ছেলেটার হাতে দিলো রেজা। ‘নাও। মন দিয়ে শোনো, তোমাকে কী করতে হবে। রেস্টুরেন্টের কাছে গিয়ে ওই জানালাটা দিয়ে উঁকি দাও। একটা টেবিলে তিনজন লোককে বসে থাকতে দেখবে। টেবিলটা কোনখানে, এসে জানাবে আমাকে। এটাই তোমার কাজ। পারবে না?’
‘খুব পারব,’ মুচকি হাসল ছেলেটা। টাকাটা পকেটে ভরে দ্রুত রাস্তার ধার ধরে চলে গেল। জানালা দিয়ে উঁকি দিলো। রোদ আড়াল করার জন্য হাত রাখল কপালে। ভালোমতো দেখে ফিরে এলো। ‘কাউকে তো দেখলাম না।’
‘কেউ নেই?’
‘না। তবে পেছন দিকে বুথ আছে। খাবারের ট্রে হাতে ওদিকে যেতে দেখেছি ওয়েটারকে।’
(চলবে)


আরো সংবাদ



premium cement