০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জা পা নে র উ প ক থা

অতি চালাকের গলায় দড়ি

-

(গত দিনের পর)
হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। এমন বজ্্রপাত যে, লোকটির মনে হলো আর বুঝি রক্ষা নেই। জীবন নিয়ে সে আর বাড়ি ফিরে যেতে পারবে না। এই গাছের গুঁড়ির মধ্যেই তাকে মরে পড়ে থাকতে হবে।
কিন্তু না। যত দ্রুত বৃষ্টি এসেছিল, তত দ্রুতই আবার চলে যায় বৃষ্টি। আকাশ আবার পরিষ্কার হয়ে যায়। গোধূলির মতো ধূসর হয়ে ওঠে প্রকৃতি। সূর্যরশ্মির নীলিমায় প্রকৃতি যেন ধোয়া ধোয়া নতুন রূপ নেয়। এমন সুন্দর আকাশের রঙ, লোকটির মন আবার চাঙ্গা হয়ে ওঠে। সে তখন গাছের গুঁড়ির ভেতর থেকে বের হয়। আর তখনই শুনতে পায় অদ্ভুত কোলাহল ও অনেক লোকের পদধ্বনি। বনবাদাড়ের পাহাড়ি এলাকা। বেশিদূর দৃষ্টি যায় না। তাই সে ভাবে, হয়তো তার পরিচিতরা কেউ কেউ এদিকে আসছে। ভালোই হলো।
(চলবে)


আরো সংবাদ



premium cement