০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


  প্রবাদ - প্রবচন  

-

ঘিয়ে ভাজে নিমের পাত,
নিম ছাড়ে না আপন জাত।
ব্যাখ্যা : কেউ মন্দলোকের স্বভাব পরিবর্তন চেষ্টায় ব্যর্থ হলে, নিমপাতার নজিরটি দৃষ্টান্ত হিসেবে বলা হয়।

অতি উঁচা হইলে ঝড়ে ভাঙে মাথা,
অতি নিচা হইলে ছাগলে খায় পাতা।
ব্যাখ্যা : অতি বড় বা অতি ছোট
হওয়া বিপজ্জনক।

ছুঁচোয় যদি আতর মাখে,
তবু কি তার গন্ধ ঢাকে?
ব্যাখ্যা : ছুঁচোর দুর্গন্ধ আতর মাখলেও দূর হয় না। মানুষের মন্দ স্বভাব
সম্পর্কে এ কথা বলা হয়।


আরো সংবাদ



premium cement