০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান

-

এক.

যেন দিগি¦দিক জ্ঞান হারিয়ে দৌড়ানো শুরু করলেন তিনি। তার ঠিক পেছনেই রইল দ্ইু গোয়েন্দা। অর্ধেক পথ আসার পর রেজা বলল, ‘দোকান না, দোকান না, আগুন লেগেছে পেছনের কোনো কিছুতে।’
সুজাও দেখল। আগুন আর ধোঁয়া উঠছে দোকানের পেছনে বেশখানিকটা দূরের একটা কাঠের ছাউনি থেকে। অবাক হলো। এটাই সেই ছাউনি, যেটা থেকে একজন লোককে বেরোতে দেখে তাড়া করেছিল ওরা।
কাজে লেগে গেছে অগ্নিনির্বাপক বাহিনী। বালতি বালতি পানি ছুড়ে দিচ্ছে ভাঙা জানালা দিয়ে ভেতরে। দুই গোয়েন্দা ওদের কাছে পৌঁছতেই ধুড়–ম করে বিকট শব্দে ছাদ ধসে পড়ল। ফাঁকা পেয়ে লাফ দিয়ে গাছের মাথার কাছে উঠে গেল আগুন।
ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল লূক স্টার্লিংকে। কাছে গিয়ে দাঁড়াল দুই গোয়েন্দা। সুজা বলল, ‘ভাগ্যিস দোকানে লাগেনি।’
‘ওই ঘরে কী আছে?’ জিজ্ঞেস করল রেজা।
‘জঞ্জাল আর আজেবাজে বাতিল জিনিস,’ লূক জবাব দিলেন। ‘পুড়ে গেলেই ভালো।’
‘আপনার দোকান থেকে দূরেই আছে ওগুলো,’ রেজা বলল। ‘ওখান থেকে আগুন ছড়াবে না।’
‘কিন্তু লাগল কিভাবে?’ সুজার প্রশ্ন। ‘বিস্ফোরণের শব্দে তো মনে হলো বোমা ফেটেছে।’
‘ফাটলে বোমার মতো শব্দ হয় এমন অনেক জিনিস আছে,’ লূক বললেন। ‘গোটা দুই পাঁচ গ্যালনের জেরিক্যান ছিল ভেতরে। যদি সামান্য পেট্রলও থেকে থাকে ওগুলোর কোনোটাতে, আর গরম করা হয়, ভেতরে যে বাষ্প তৈরি হবে, তাতে বোমার মতো ফাটবে।’ (চলবে)


আরো সংবাদ



premium cement