০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


তা ন জা নি য়া র রূ প ক থা বানর, হাঙর ও ধোপার গাধা

-

(গত দিনের পর)
তাই সে সাড়া দেয়,
ওহ, বিরাট একটা ভুল তুমি আগেভাগেই করে ফেলেছ। এখন আর সেটা শোধরানোর কোনো সুযোগ নেই। তুমি যদি এ কথাটা আগে বলতে আমাকে, তাহলে আমার হৃৎপিণ্ডটা সঙ্গে নিয়ে আসতে পারতাম।
পাপা হাঙর অবাক হয় এ কথা শুনে। পাল্টা শুধোয়,
কেন কেন? তুমি কি তোমার সঙ্গে করে হৃৎপিণ্ড নিয়ে আসনি?
না হে। তুমি তো আমাদের বানর জাতি সম্পর্কে বিস্তারিত জানো না। অবশ্য জানার কথাও নয় তোমার। তুমি অন্য এলাকার বাসিন্দা কি-না। আসল কথা যদি তোমার জানা থাকত, তাহলে এমন মারাত্মক ভুল তুমি ভুলেও কখনো করতে না।
পাপা হাঙর অধৈর্য হয়ে জানতে চায়,
আহ হা, আসল কথাটা কী? খোলাসা করে তুমি বলেই দ্যাখো আমাকে। তখন বোলো আমি বুঝতে পেরেছি কি না।
(চলবে)


আরো সংবাদ



premium cement