০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


তা ন জা নি য়া র রূ প ক থা

বানর, হাঙর ও ধোপার গাধা

-

(গত দিনের পর)
বড়ই রহস্যময় কথাবার্তা বলছে সে আজ। মাথামুণ্ডু কিছুই বোঝা যাচ্ছে না।
ধারালো দাঁতওয়ালা হাঙর মুচকি হেসে কীমা বানরকে বলে,
বুঝলে কি না, রাজরোগের ওষুধটা বড়ই দুর্লভ। আমাদের এই সমুদ্দুরের কোত্থাও সেটা মেলে না। ওষুধ হচ্ছে কোনো একটা বানরের হৃৎপিণ্ড। তুমি আমার সাথে যাচ্ছ, সুলতান তোমার হৃৎপিণ্ড দিয়ে বানানো ওষুধ খেয়ে এবার সেরে উঠবেন। সেরকমই আশা করা যায়।
কীমা বানর এ কথা শুনে চিৎকার করে ওঠে। চেঁচিয়ে বলে,
হায় হায় বন্ধু, এ তুমি কী করলে? রওনা হওয়ার আগে একথা কেন আমাকে বললে না? বড় বিশ্রী একটা ব্যাপার হয়ে গেল যে।
কেন, কেন? আগে এই কথা না বলায় কী ক্ষতিটা হয়েছে বলো তো।
ক্ষতি মানে ক্ষতি। সর্বনাশই বলতে পারো। এখন তো আর কিছু করার নেই বন্ধু। যা হওয়ার তা হয়ে গেছে।
হাঙর পাপা এ কথা শুনে হতভম্ব। কীমা বলছে কী!
(চলবে)

 


আরো সংবাদ



premium cement