০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বের নৃতাত্ত্বিক গোষ্ঠী ক্রিমচাক

ঐতিহ্যবাহী পোশাকে দুই ক্রিমচাক -

আজ তোমরা জানবে ক্রিমচাক সম্পর্কে । মধ্য ১৯ শতকে ক্রিমচাক নাম পরিচিতি পায়। এর আগে রুশ সাম্রাজ্যে এ জনগোষ্ঠী স্নেল ব্যালালারি নামে পরিচিত ছিল, যার অর্থ ইসরাইলের সন্তান। লিখেছেন মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্
ক্রিমচাক নৃতাত্ত্বিক গোষ্ঠী বৃহত্তর তুর্কি জাতির অংশ। সংখ্যায় এরা বেশি নয়; আনুমানিক দুই হাজার পাঁচ শ’। এর অর্ধেক বাস করে ইউক্রেনে, বিশেষ করে এ দেশের ক্রিমিয়ায়। বাকিদের বসবাস জর্জিয়া, রাশিয়া ও উজবেকিস্তানে।
ক্রিমচাকরা কথা বলে ক্রিমচাক ভাষায়। এর উদ্ভব ক্রিমিয়ান তাতার ভাষা থেকে। এ ভাষায় অসংখ্য হিব্রু ও অ্যারামীয় শব্দ রয়েছে। ঐতিহ্যগতভাবে ক্রিমচাক ভাষা লেখা হতো হিব্রু হরফে। বর্তমানে এটি লেখা হয় সিরিলিক হরফে। সোভিয়েত যুগে স্ট্যালিনের শাসনের সময়ে হিব্রু হরফে ক্রিমচাক ভাষা লেখা নিষিদ্ধ করা হয়।
মধ্য ১৯ শতকে ক্রিমচাক নাম পরিচিতি পায়। এর আগে রুশ সাম্রাজ্যে এ জনগোষ্ঠী স্নেল ব্যালালারি নামে পরিচিত ছিল, যার অর্থ ইসরাইলের সন্তান।
ক্রিমচাকরা ইহুদি ধর্ম অনুসরণ করে। কৃষ্ণসাগরের তীরবর্তী ইহুদি উপনিবেশ থেকে সম্ভবত এই গোষ্ঠীর উদ্ভব। এখানকার অনেক গ্রিক উপনিবেশে ইহুদি সম্প্রদায় দেখা যেত।
সাত শতকে ক্রিমিয়ার বেশির ভাগ এলাকা ছিল খাজারদের অধীন। তার মানে ক্রিমচাকরাও ছিল এদের অধীন। এরপর বিভিন্ন রাজবংশের হাত ঘুরে এরা তাতার ও তুর্কিদের অধীন হয়। ক্রিমিয়ান খানেইটের (ক্রিমীয় রাজ্য) শাসনের সময় ক্রিমচাকরা জিজিয়া দিত। তুর্কি বা ওসমানীয় সাম্রাজ্যের শাসনের সময়ে এরা বেশ বিচারিক স্বশাসন ভোগ করত।
১৭৮৩ সালে ক্রিমিয়া রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপর সোভিয়েত শাসন পেরিয়ে এদের মূল আবাসভূমি ক্রিমিয়া এখন ইউক্রেনের অংশ; তবে রাশিয়ার দখলে। ওয়েবসাইট অবলম্বনে

 


আরো সংবাদ



premium cement
হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নয়া দিগন্তে সংবাদ প্রকাশে বন্ধ হলো সেই বিলের মাটি কাটা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার

সকল